ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীচরের কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
কামরাঙ্গীচরের কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে গণধর্ষণের ঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- কিশোরীর বান্ধবী (নাম প্রকাশকরা হলো না), হাসান, সিফাত, সবুজ ও রনি।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিরা এখন পুলিশের হেফাজতে রয়েছে।

এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে পাঁচজনকে আমরা গ্রেফতার করেছি। আর একজন আসামি শিগগিরই গ্রেফতার করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে কামরাঙ্গীরচর থানার উপ পরিদর্শক (এসআই) শিহাবুল ইসলাম বাংলানিউজকে জানান, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই মাঠে নামে পুলিশের একটি টিম। জানতে পারি, ওই কিশোরীর বান্ধবী তাকে তার নানীর বাসা থেকে ডেকে নিয়ে ওই নির্মাণাধীন ভবনের সামনে নিয়ে যায়। একপর্যায়ে নির্মাণাধীন ভবনে আগে থেকে ওঁৎ পেতে ছিল ওই ৫ ধর্ষক। বান্ধবী ওই মেয়েটিকে নির্মাণাধীন ভবনের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই পাঁচজন কিশোরীকে হাত-মুখ চেপে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। পরে ওই কিশোরী সেখানে গণধর্ষণের শিকার হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।