ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
লালপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

নাটোর: নাটোরের লালপুরে মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত সাইফুল একই উপজেলার ৯ নম্বর এবি ইউনিয়নের ওই বামুনগ্রাম গ্রামের মো. ইমারত আলী মুন্সির ছেলে। তিনি মুদি দোকানের ব্যবসা করতেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় বামুনগ্রাম বাজারে নিজ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সাইফুল। পথে বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। এ সময় স্থানীয়রাসহ স্বজনরা টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, কি কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। কারও সঙ্গে পূর্ব বিরোধ ছিল কি না তাও পরিবার থেকে নিশ্চিত করে বলতে পারছেন না। বিষয়টি উদঘাটন করে দেখা হচ্ছে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করাসহ গ্রেপ্তারের পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি কারও সঙ্গে পূর্ব বিরোধ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।