ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
খুলনায় কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনা: খুলনায় দৈনিক কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সফলতার এক দশক পেরিয়ে ১১ বছরে পা রাখলো দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ।

দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় পত্রিকাটির পাঠক-সংগঠন শুভসংঘ খুলনা শাখা বিবিধ কর্মসূচির আয়োজন করে। এর অন্যতম ছিল খুলনা প্রেসক্লাবে কেক কাটা ও মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।  

এর আগে আগে মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকারকে সম্মাননা দেওয়া হয়। মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উত্তরীয় পরিয়ে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, সাম্মানিক অর্থ তুলে দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, মাহবুব আলম সোহাগ, অসিত বরণ বিশ্বাস, শেখ মো. আবু হানিফ, মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান, উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ, আবু তৈয়ব, মো. শাহ আলম, শামসুজ্জামান শাহীন, সাঈয়েদুজ্জামান সম্রাট, এনামুল হক, মহেন্দ্রনাথ সেন প্রমুখ।

জন্মদিনের আয়োজনে অতিথিদের স্বাগত জানান কালের কণ্ঠের খুলনা ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দী ও নিজস্ব প্রতিবেদক কৌশিক দে।

অনুষ্ঠানমালার সমন্বয় করেন শুভসংঘ খুলনার সভাপতি কানাই মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান। কেক কাটা অনুষ্ঠানের পর খুলনা জেলা শুভসংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।