ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় তরুণের মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আশুলিয়ায় তরুণের মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় সম্রাট (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দিনগত রাতে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকার স্থানীয় একটি হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সম্রাট পাবনা জেলার বাসিন্দা।

তিনি স্ত্রী ও সন্তান নিয়ে কাঠগড়ার দুর্গাপুর এলাকার ইমরানের বাড়িতে ভাড়া থাকতেন।  স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। আমরা পৌঁছানোর আগেই নিহত তরুণের ঝুলন্ত মরদেহ নামিয়ে স্থানীরা হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতাল থেকে মরদেটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। নিহত তরুণের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জানুযারি ১০, ২০২০
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।