ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুপুরে ককটেল ফাটিয়ে জুয়েলারিতে ডাকাতি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
মধুপুরে ককটেল ফাটিয়ে জুয়েলারিতে ডাকাতি রেখা জুয়েলার্স। ছবি: বাংলানিউজ

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে রেখা জুয়েলার্সে ক্রেতা হিসেবে অবস্থান করে সুযোগ বুঝে ডিসপ্লেতে রাখা বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে মধুপুর পৌর শহরের জনবহুল সাথী রোডস্থ রেখা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

দোকানের মালিক সূত্রে জানা যায়, প্রথমে দুই ব্যক্তি দোকানে ক্রেতা হিসেবে বিভিন্ন রকমের অলঙ্কার দেখতে থাকেন।

পরে একটি প্রাইভেটকার দোকানের সামনে এসে দাঁড়ানোর পর হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় অতর্কিতে দোকানে লুটপাট করতে থাকে ওই দুই ব্যক্তি। তাদের সঙ্গে যোগ দেয় গাড়ির লোকজনও। বাধা দিতে গেলে তাদের হাতে বেদম পিটুনি খায় দোকানের দুইজন। ডিসপ্লেতে রাখা স্বর্ণালঙ্কার লুটে ওই গাড়িতে উঠে তারা মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। লুটে নেওয়া স্বর্ণালঙ্কারের মূল্য তাৎক্ষণিক বলতে পারেনি তারা।

প্রত্যক্ষদর্শী পাশের চালের দোকানদার শাহীন আলমসহ স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। কী হচ্ছে বোঝা যায়নি। মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও দুর্বৃত্তদের আটকে অভিযান চালানো হচ্ছে। চারিদিকে সোর্স লাগানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।