ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অ্যাডভোকেসি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ফেনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অ্যাডভোকেসি সভা সভায় ফেনী জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজজামান। ছবি: বাংলানিউজ

ফেনী: আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফেনীতে অ্যাডভোকেসি সভার আয়োজন করেছে ফেনী পৌরসভা।

সোমবার (৬ জানুয়ারি) পৌরসভা মিলনায়তনে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে প্যানেল মেয়র আশ্রাফুল আলম চৌধুরী গিটারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজজামান।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি কে এম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এ বছর ফেনী পৌরসভায় ৫৪টি ভ্রাম্যমাণ কেন্দ্রে এক বছর থেকে পাঁচ মাস পর্যন্ত ১৯ হাজার, ছয় মাস থেকে ১১ মাস পর্যন্ত তিন হাজার ৮০০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে বলে জানান ফেনী পৌর কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসএইচডি/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।