ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন

ঢাকা: ‘এশিয়া কাপ ২০২৪’-এ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে উপদেষ্টা পরিষদ অভিনন্দন জানিয়েছে।
 
নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে মর্মে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছে।


 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদ-বৈঠকে অভিনন্দন প্রস্তাব উত্থাপন করা হয়।
 
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
 
এছাড়া, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া নীতিগত/চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হলে
খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করতে হবে বলে সিদ্ধান্ত হয়।
 
বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।