ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২৮ লাখ টাকাসহ ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
২৮ লাখ টাকাসহ ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে ২৮ লাখ টাকাসহ অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া পৌর এলাকায় সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা থেকে মাইক্রোবাসে ওই দুজনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

খবর পেয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

অপহৃতরা হলেন—উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। তারা দু’জনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।

স্থানীয় সূত্র জানায়, মামুন ও মিরাজ একটি মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। তারা সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে এসে অপহরণকারীরা মোটরসাইকেলটি আটকে দেয়। এ সময় তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু জানান, মামুন ও মিরাজ মোটরসাইকেল নিয়ে ২৮ লাখ টাকাসহ উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর এ তথ্য নিশ্চিত করে জানান, ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। খবর পেয়েই পুলিশ তদন্ত ও অভিযান শুরু করেছে। তাদের কাছে কত টাকা ছিল, সেটা দুই এজেন্টকে উদ্ধার করতে পারলেই বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ