ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজারামপুর মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। 

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নতুনপাড়ার ওষুধ ব্যবসায়ী মো. রাব্বানী ( ৪৫) ও মেয়ে রশ্মি (৮)।

সদর মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মিন্টু রহমান বাংলানিউজকে জানান, সোনামসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাব্বানী ও তার মেয়ে রশ্মির মৃত্যু হয়। নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।