ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
নারায়ণগঞ্জে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এ সাজার আদেশ দেন। সাজাপ্রাপ্ত মাছুম (২৩) বন্দর থানার মদনপুর এলাকার বাসিন্দা।

আফিফা খান জানান, ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকসেবী মাছুমকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে তাকে তিন মাসের সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।