ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।


 
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।  

অতিথিরা দুই শতাধিক দুঃস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এদিন কোটালীপাড়ায়ও কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুযারি ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।