ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএমপির ৩০ জন পেলেন বিপিএম-পিপিএম পদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
ডিএমপির ৩০ জন পেলেন বিপিএম-পিপিএম পদক পদক প্রাপ্ত কর্মকর্তাকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: সাহসিকতা ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩০ জনকে বিপিএম ও পিপিএম পদকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পুলিশ বাহিনীতে কর্মরত ১১৮ জনকে বিপিএম ও পিপিএম পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী।

পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপিতে কর্মরত ৩০ জন পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়ে সম্মানিত হয়েছেন।

 

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সাহসিকতায় পদক প্রাপ্তরা সাত জন হলেন-ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য (উওর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম নাজমুল হক, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মেজবাহ উদ্দিন আহম্মেদ।

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবায় পদক প্রাপ্ত নয় জন হলেন-ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের উপ-পুলিশ কমিশনার জামিল হাসান, ডিবি দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজীব আল মাসুদ, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মিশুক চাকমা, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহফুজা লিজা,  সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার অহিদুজ্জামান নুর, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী, সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ, ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সিটিটিসির উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ শীল, সিটিটিসির কনস্টেবল সালমান হাজারী।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সাহসিকতায় পদক প্রাপ্ত পাঁচ জন হলেন- সিটিটিসির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী, শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী, সিটিটিসির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোলাইমান হোসেন, শ্যামপুর থানার এএসআই মাসুম বিল্লাহ ও সিটিটিসির নায়েক মোহাম্মদ রাসেল মিয়া।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবায় পদক প্রাপ্ত নয়জন হলেন- ডিএমপির উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহ ইফতেখার আহমেদ, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফুল ইসলাম, ডিবি পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম, ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান, ডিএমপির আরওআই কাইয়ুম শেখ ও ডিএমপির গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সাজু মিয়া।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।