ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে মিলে আগুন, পুড়লো ৮০ লাখ টাকার পাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
পঞ্চগড়ে মিলে আগুন, পুড়লো ৮০ লাখ টাকার পাট

পঞ্চগড়: পঞ্চগড়ে জেম জুট মিলের ঝুট পাটের স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার পাট পুড়ে গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেম জুট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে পঞ্চগড় ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।  

পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন বাংলানিউজকে জানান, নিরাপত্তা প্রহরী ধনিরাম রায় দায়িত্বে ছিলেন সেখানে। হঠাৎ আগুন দেখে দ্রুত তিনি ফায়ার স্টেশনে খবর দেন।  

এদিকে, জেম জুট কারখানার এক্সিকিউটিভ অফিসার রঞ্জু আহমেদ বাংলানিউজকে জানান, প্রায় ১৬০ টন পাট আগুনে পুড়ে গেছে। যার বর্তমান বাজার মূল্য ৮০ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।