ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে নাশকতার গোপন বৈঠক থেকে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
গৌরনদীতে নাশকতার গোপন বৈঠক থেকে আটক ৩ প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় নাশকতার উদ্দেশে গোপন বৈঠককালে স্থানীয় জনতা তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোর্পদ করেছে।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- গৌরনদী উপজেলার আশরাফ মাহমুদ (৪৯), রাজ্জাক প্যাদা (৩৫) ও কামরুল সরদার (২২)।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবর রহমান বাংলানিউজকে জানান, শনিবার (২২ ডিসেম্বর) রাতে দক্ষিণ কটকস্থল গ্রামের একটি বিদ্যালয়ের ভেতর ১০ থেকে ১২ জন নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিল। এ সময় স্থানীয় জনতা টের পেয়ে একটি রামদাও মোবাইল ফোনসহ তিনজনকে আটক করে পুলিশে সোর্পদ করে।

এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজেল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন। পরে আটকদের বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান পুলিশ পরিদর্শক মাহাবুবর।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।