ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় মেহেরপুর ডিসি অফিসের কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
সড়ক দুর্ঘটনায় মেহেরপুর ডিসি অফিসের কর্মকর্তা নিহত

মেহেরপুর: জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের স্থানীয় সরকার শাখার গোপনীয় শাখার সহকারী এ এস এম আসাদুল ইসলাম জিকো (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আসাদুল ইসলাম জিকো মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ হোসেনের ছেলে।

 

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মুজিবনগর থেকে মোটরসাইকেলে করে সহকর্মীর সঙ্গে মেহেরপুরে ফিরছিলেন তিনি। পথে কেদারগঞ্জ মোড়ে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতাল ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

সড়ক দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানসহ চালককে আটক করে মুজিবনগর থানা পুলিশ। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলাও হয়েছে।

গাঁড়াডোব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানে বিএনপি নেতা আখেরুজ্জামান জানান, বাবা-মা মারা যাবার পর আসাদুল ইসলাম জিকো গাঁড়াডোব গ্রামে তার শ্বশুর নজরুল ইসলামের বাড়িতেই থাকতেন।  

এদিকে আসাদুল ইসলাম জিকোর মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত শেহনাজ।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ