ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রিজওয়ানা হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
রিজওয়ানা হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক  রিজওয়ানা হাসান ও জ্যাকবসন

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর পরিবেশ অধিদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷ 

বৈঠকে পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকার উদ্ভাবনী ও টেকসই নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।  

তিনি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।  

এ সময় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন নবায়নযোগ্য জ্বালানি, জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগকে সমর্থনের আশ্বাস দেন।  

পরিবেশগত সমস্যার সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন অ্যাজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।  

দুই পক্ষই পরিবেশগত টেকসই ও অভিযোজনের লক্ষ্যে যৌথ উদ্যোগ এবং আরও সহযোগিতার সুযোগ অনুসন্ধানের বিষয়ে একমত হন।  

পরিবেশ সচিব এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।