ঢাকা: ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি একটি পাকিস্তানি নম্বর থেকে দেওয়া হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্বরত কর্মকর্তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই বার্তা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিমানবন্দর এপিবিএন সূত্র জানিয়েছে, এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি আসে। সে সময় দায়িত্বে ছিলেন এএসপি আব্দুল হান্নান।
বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে।
হোয়াটসঅ্যাপের যে নম্বরটি থেকে বার্তাটি আসে সেটি পাকিস্তানি বলে জানিয়েছে এপিবিএন। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া হয়েছে, এটি কোনো হুমকি নয়— বলেও বার্তায় উল্লেখ করা হয়। ওই নম্বরে ফোন দেওয়া হলেও তা রিসিভ করা হয়নি। তবে চ্যাটিং অব্যাহত রাখা হয় এবং সংশ্লিষ্ট সকলকে অ্যালার্ট করে দেওয়া হয়। ওই নম্বর থেকে জানানো হয়, আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য কোনো বিরোধী পক্ষ এই কাজ করতে পারে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটি নিরাপদে অবতরণ করেছে ও যাত্রীরা নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৫৬ মঙ্গলবার রাতে ইতালির রোম থেকে উড্ডয়ন করে বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সেটিতে বোমা হামলার হুমকি রয়েছে।
সিকিউরিটি প্রসিডিউর অনুযায়ী, উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং সকল যাত্রী ও ব্যাগেজসহ এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’ হয় দুপুর সাড়ে ১২টায়। যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর দেড়টার মধ্যে সকল যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে অবস্থানকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া হয় বলে জানান বোসরা ইসলাম।
বিকেল পৌনে চারটার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার জানান, প্লেনটির ভেতর প্রবেশ করে তল্লাশি চালিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে এখন পর্যন্ত বোমা বা বোমা সদৃশ কোনো বস্তুর সন্ধান মেলেনি। বর্তমান পরিস্থিতিও স্বাভাবিক। বোমা আতঙ্কের সংবাদে তল্লাশি আরও আগেই সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে।
ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছিল। ফ্লাইটে থাকা যাত্রীদের তল্লাশি কার্যক্রম শেষ।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমজে