ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাস ভাঙচুরকে কেন্দ্র করে বেলকুচিতে সড়ক অবরোধের ডাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
বাস ভাঙচুরকে কেন্দ্র করে বেলকুচিতে সড়ক অবরোধের ডাক বাস ভাংচুরকে কেন্দ্র করে বেলকুচিতে সড়ক অবরোধের ডাক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ডেকেছে জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) যাত্রীবাহী বাস ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে এনায়েতপুর আঞ্চলিক সড়কে ডাকা এই অবরোধ শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হবে।  

বৃহস্পতিবার বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির এক জরুরি সভায় এ অবরোধের ঘোষণা দেওয়া হয়।

 

রাতে সংগঠনের সাধারণ সম্পাদক লিটন সরকার বাংলানিউজকে অবরোধের কথা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, যুবলীগ নেতা গ্রেফতারের পর কতিপয় চিহ্নিত সন্ত্রাসী বেলকুচির চালা ও মুকুন্দগাঁতী বাসষ্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকারের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে।  

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বেলকুচি পৌর মেয়রের কার্যালয়ে হামলা ও মেয়র আশানুর বিশ্বাসকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তাদের সমর্থকরা চালা ও মুকুন্দগাঁতী বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় ১২টি বাস, মিনিবাস, ট্রাক ও সিএনজি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।  

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
জেআইএম/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।