বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একদিনেই তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা সময়ে পৃথক তিনটি স্থানে বিস্ফোরণের ঘটনায় তারা আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে নাইক্ষ্যংছড়ির আশারতলি সীমান্ত এলাকায়। শূন্যরেখা থেকে মিয়ানমারের কয়েকশ গজ অভ্যন্তরে সংঘটিত এ বিস্ফোরণে আলী হোসেন (৩৫) নামের এক যুবক আহত হন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত আলী হোসেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী আট নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে।
পরে সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ভালুখাইয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৯ এর শূন্য লাইন থেকে ৪শ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আমতলী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আশপাশে মাইন বিস্ফোরণে রাসেল নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়। আহত রাসেল উপজেলার দোছড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের লেম্বুছড়ি এলাকার সাবেক মেম্বার মুজিবুর রহমানের ছেলে।
পরে সকাল সাড়ে ১০টার দিকে জামছড়ি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে আর এ সময় আরিফ উল্লাহ (৩০) নামের এক যুবক আহত হয়। তিনি সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে।
পুলিশ স্থানীয় সূত্রে আরও জানা যায়, আহত তিনজনকে পৃথকভাবে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বিস্ফোরণে তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অবৈধভাবে সীমান্তরেখা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় সেখানে আগে থেকে পুঁতে থাকা স্থলমাইনে তারা আহত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এএটি