ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ১০২০ পিস ইয়াবাসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
নওগাঁয় ১০২০ পিস ইয়াবাসহ আটক ৪ ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক

নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় ১০২০ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আবু হাসান চঞ্চল (৪৩), একই উপজেলার বুজরুগাতিতা গ্রামের মিজানুর রহমানের মেয়ে আনিকা (২১), মণ্ডলপাড়া গ্রামের এনামুল হকের স্ত্রী মনিরা পারভীন ছবি (২৭) ও তার সহযোগী রানীনগর উপজেলার চক কানাই গ্রামের আরাফাত জামানের ছেলে আব্দুল্লাহ আল মামুন শুভ (১৮)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১ হাজার পিস ইয়াবাসহ চঞ্চলকে, ১০ পিস ইয়াবাসহ আনিকাকে এবং ১০ পিস ইয়াবাসহ ছবি ও শুভকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিজ নিজ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।