ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ১৫১/১৪ (এস) সীমান্ত পিলার সংলগ্ন মহিষকুন্ডি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  

পতাকা বৈঠকে বিজিবি’র ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ খান।

বিএসএফ’র ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধিনায়ক ডিআইজি শ্রী সতিশ কুমার।  

প্রায় দুই ঘণ্টা ধরে চলা পতাকা বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় সড়ক নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।