ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
উল্লাপাড়ায় আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশন এলাকায় আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এতে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন কর্মকর্তা আফছার আলী বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই এলাকার তিনটি দোকানে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে অনে।

এ ঘটনায় অন্তত সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।