ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মধ্যরাতে বেপরোয়া কাভার্ডভ্যান কাড়লো ২ প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
রাজধানীতে মধ্যরাতে বেপরোয়া কাভার্ডভ্যান কাড়লো ২ প্রাণ

ঢাকা: রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক আরোহী।

বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে স্বামীবাগ এলাকার শক্তি ও সাধনা ঔষধালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যাত্রাবাড়ীর মীর হাজারিবাগ এলাকার শাহিন ভূঁইয়ার ছেলে সালাউদ্দিন রাহেল (২৭) এবং ফজল আকনের ছেলে রাসেল আকন।

আহত হয়েছেন হান্নান নামে আরও একজন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাসেলের বড় ভাই বিল্লাল বাংলানিউজকে জানান, রাতে ওরা তিন বন্ধু লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক রাহেল ও রাসেলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ‌উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।