ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বর্তমানে মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
বর্তমানে মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে বক্তব্য রাখছেন দীপংকর তালুকদার

রাঙামাটি: কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার বলেছেন, বর্তমান সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছেন।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার লগগেইট জয় কালী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমীর প্রসাদ ধরের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক পরিব্রাজক মাগুরা শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ ১০৮ স্বামী বিবেকানন্দ স্বরসতী মহারাজ, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, ত্রিদিপ কান্তি দাশ, শান্তনা চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চাঙ্গ্যা, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক তপন মল্লিক ও  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টচার্য্য।

এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধমে ধর্ম সভার শুভ সূচনা করেন জয়কালী মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।