ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে তরুণীর ছুরিকাঘাতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
শাহবাগে তরুণীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢাকা: রাজধানীতে তরুণীর ছুরিকাঘাতে আলামিন হোসেন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ ফুলার রোড উদয়ন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবকের বন্ধু রাজু বাংলানিউজকে জানান, আলামিন চকবাজার ইসলামবাগ এলাকায় থেকে প্লাস্টিকের ব্যবসায়ী করেন।

এছাড়া তার মিতা নামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো।

শাহবাগ ফুলার রোড উদয়ন স্কুলের সামনে তাদের দেখা হলে এ দ্বন্দ্বের জেরই মিতা তার ভ্যানেটি ব্যাগ থেকে ছুরি বের করে আলামিনের পিঠে আঘাত করেন। পরে আলামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব চলছিলো তা আমার জানা নেই।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ছুরিসহ ওই তরুণীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশ জানিয়েছেন, তার নাম লাভলী। তিনি ইডেন কলেজে পড়াশুনো করেন। দীর্ঘ দিন ধরে আলামিন তাকে উত্ত্যক্ত করে আসছিলো।  

ঘটনাটি স্পষ্ট হতে আহত আলামিনের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। এ বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।