ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

১৩ নয়, মুক্তিযোদ্ধা হতে একাত্তরে বয়স সাড়ে ১২ বছর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
১৩ নয়, মুক্তিযোদ্ধা হতে একাত্তরে বয়স সাড়ে ১২ বছর

ঢাকা: মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
 

পরিপত্র অনুযায়ী, ১৯৭১ সালের ৩০ নভেম্বর ১২ বছর ৬ মাস হলে তিনি মুক্তিযোদ্ধা বলে বিবেচিত হবেন।  
 
বয়স সংশোধন করে বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় এ সংশোধিত পরিপত্র জারি করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।


 
পরিপত্র অনুযায়ী, এখন থেকে মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ১৯৭১ সালের ৩০ নভেম্বর কমপক্ষে ১২ বছর ৬ মাস হতে হবে।
 
এর আগে গত বছরের ১৯ জুন জারিকৃত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার নূন্যতম বয়স ১৩ বছর ছিলো।
 
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।