ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
কমলনগরে সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ নিহত ৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কা লেগে খালে পড়ে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের (বেড়ির রাস্তা) চরঠিকা মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর আন্ডার চর এলাকার আলী আযমের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৬০) ও শিশু রিংকু (৪)।

আহত-নিহতরা একে-অপরের আত্মীয়। তারা ফজুমিয়ারহাট এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত মারজাহান বরাত দিয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে জানান, লাড়কিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটি ধাক্কা লেগে। এ সময় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮/ আপডেট: ১৫৪১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।