ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
খুলনার পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল লাল পতাকা নিয়ে বিক্ষোভ-মিছিল করেছেন শ্রমিকরা। ছবি: মানজারুল ইসলাম

খুলনা: খুলনার আট পাটকল শ্রমিকদের কর্মবিরতির ১৯ তম দিনে মহানগরীতে লাল পতাকা নিয়ে বিক্ষোভ-মিছিল করেছেন শ্রমিকরা।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা স্ব-স্ব মিলে গেটের সামনে অবস্থান নেয়। পরে সকাল ১১টার দিকে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার পাটকলের গেটের সামনে থেকে শ্রমিকরা লাল পতাকা হাতে ট্রাক করে বিক্ষোভ-মিছিল করেন।

এ সময় শ্রমিকরা পাট প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবি জানায়।

পতাকা মিছিলের আগে গেট সভায় বক্তৃতা দেন আন্দোলন কমিটির কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, জাকির হোসেনসহ সিবিএ নন সিবিএ নেতারা।

বকেয়া মজুরির দাবিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের উৎপাদন বন্ধ রেখেছেন শ্রমিকরা। মিলগুলোতে ৫ থেকে ১২ সপ্তাহের মজুরি বাবদ ২৫ হাজার শ্রমিকের পাওনা রয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা,  জানুয়ারি ১৭ , ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।