ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে পরিত্যক্ত পিকআপ ভ্যান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
কিশোরগঞ্জে পরিত্যক্ত পিকআপ ভ্যান উদ্ধার কিশোরগঞ্জে পরিত্যক্ত পিকআপ ভ্যান উদ্ধার

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের একটি পিকআপ ভ্যান (রংপুর-ন ১১-১১৩৬) উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গারপার এলাকার সড়ক থেকে ভারতের মাহিন্দ্রা ব্র্যান্ডের এক্সনন পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।  

গাড়িটির হেড ও ব্যাক লাইট জ্বালানো থাকলেও দরজা জানালা লক ছিল।

লক খুলে পুলিশ গাড়িটি থানায় নিয়ে যায়।  

স্থানীয়দের অভিযোগ, গাড়িটি ৯ জানুয়ারি কিশোরীগঞ্জ উপজেলার নান্নুর বাজারের পশ্চিম দিকে দেখতে পেয়ে ধাওয়া করেছিল জনগণ। এর আগে মাগুরা গ্রামের দু’টি গরু নিয়ে এ গাড়িটি পালিয়ে গিয়েছিল। এছাড়া ১৫ দিন আগে উত্তর দুরাকুঠির কবিরাজ পাড়ার ভুট্টু মিয়ার দু’টি পুকুরের মাছ চুরি করে এ গাড়িতে করে পাচার করা হয়।

কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোমিন বাংলানিউজকে জানান, গাড়িটির দরজায় নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ, কার মালিক সমিতির সদস্য সনদপত্র লাগানো আছে। যা ইস্যু করা হয় ২০১৩ সালের ২১ ডিসেম্বর। তবে সনদপত্রে গাড়ির মালিকের নাম ঠিকানা পাওয়া যায়নি। এমনকি সনদপত্রে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকলেও সেখানে তাদের নামও নেই। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।