ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইউপিডিএফ’র সভাপতি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
বান্দরবানে ইউপিডিএফ’র সভাপতি আটক

বান্দরবান: প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট'র (ইউপিডিএফ) বান্দরবান শাখার সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনগত রাতে শহরের বালাঘাটা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন থেকে ইউপিডিএফ নেতা ছোটন তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে এলাকায় গোপন বৈঠকসহ নানাভাবে প্রভাব বিস্তার ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার রাতে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, খাগড়াছড়িতে ইপিডিএফ নেতা মিথুন চাকমা হত্যার প্রতিবাদে বুধবার বালাঘাটায় তাদের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে পুলিশের বাধায় তা হয়নি। সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।