ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৩১৮ কার্টন সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৩১৮ কার্টন সিগারেট জব্দ শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৩১৮ কার্টন সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৩১৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।  

তিনি জানান, জব্দকৃত সিগারেট মন্ড, ডানহিল ও ব্যানসন ব্র্যান্ডের।

মঙ্গলবার মধ্যরাতে  কুয়েত-ঢাকাগামী ফ্লাইট যোগে যাত্রী শাহাদাত হোসেন (২৮) ও মো. সোহেল (৩৩) শাহজালালে আসেন। উভয় যাত্রীই দুবাই থেকে কুয়েত হয়ে ঢাকায় আসেন।  

সাইদুল জানান, আমদানি নীতি অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) এড়াতে এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা সিগারেটের মূল্য শুল্ককরসহ প্রায় ১৯ লাখ আট হাজার টাকা।

এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসজে/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।