ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ওপারে ইলতাব আলী (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৩০) সেক্টরের অপারেশন অফিসার মেজর জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চতি করেন। এর আগে ভোরে রত্নাই সীমান্তের ওপারে গরু আনতে গেলে তাকে আটক করে বিএসএফ।

ইলতাব আলীর বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বেওর ঝারী গ্রামে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে বলেও জানান মেজর জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।