ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ

লক্ষ্মীপুর: আগামী সাতদিনের মধ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০১৮-১৯ সেশনের নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ এ নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ শফিক মাহামুদ সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল রিট পিটিশন (৫০৬ নম্বর) দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে আদেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন বিজ্ঞ আদালত।  

এ সংক্রান্ত আদেশ নামার অনুলিপি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হলে তা গৃহিত হয় বলেও জানা যায়।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক গত ২৩ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ জানুয়ারির মধ্যে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষে নির্বাচন সম্পন্ন করতে জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনার করার সিদ্ধান্ত নেওয়া হয়।  

এই মর্মে তাকে চিঠিও পাঠান সাংবাদিকরা। কিন্তু অজ্ঞাত কারণে নির্বাচন প্রস্তুতি ও সম্পন্ন না করায় উচ্চ আদালতে রিট পিটিশন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।