ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় দিনব্যাপী পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
সিংড়ায় দিনব্যাপী পিঠা উৎসব হরেক রকমের পিঠা

নাটোর: নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে প্রশাসনের আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সহধর্মিনী আরিফা জেসমিন কনিকা।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা পিঠা উৎসবের ১০টি স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।