ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাইড শেয়ারিংকে ‘৯৯৯’ এর আওতায় আনা হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
রাইড শেয়ারিংকে ‘৯৯৯’ এর আওতায় আনা হবে

ঢাকা: রাইড শেয়ারিং সার্ভিসে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সার্ভিসে ব্যবহৃত যানবাহনকে ৯৯৯ সেবার আওতায় আনা হবে। এছাড়া রাইড শেয়ারিংয়ের যানবাহনের চালকদের যাবতীয় তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ও অনলাইনের মাধ্যমে সহজলভ্য করা হবে।

সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে রাইড শেয়ারিং নীতিমালা-২০১৭ এর খসড়া অনুমোদনের সময় এ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।  

সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে রাইড শেয়ারিং নীতিমালা-২০১৭ এর খসড়া নিয়ে আলোচনা সভায় প্রসঙ্গটি আসে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বিষয়গুলো আলোচনায় নিয়ে আসেন।

সভায় মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাইড শেয়ারিং সার্ভিসকে পুরোপুরি প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করে নজরদারির আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা উচিত। এ সার্ভিসের যানবাহনের চালকদের যাবতীয় তথ্যের বিবরণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে থাকবে এবং অনলাইনে তুলে ধরতে হবে। যাতে যাত্রীরা সহজেই চালক সম্পর্কে তথ্য চাইলে পেতে পারেন। রাইড শেয়ারিং সার্ভিসকে পুলিশের জরুরি সেবা প্রদানকারী শাখা ৯৯৯ এর সঙ্গে যুক্ত করা উচিত। এতে যেকোনো প্রয়োজনে যাত্রীদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে তারা পুলিশের সহযোগিতাও পাবেন। পুলিশও রাইড শেয়ারিংয়ের যানবাহনগুলো নজরদারি করতে পারবে।

সরকারের চালু করা ৯৯৯ সেবা হচ্ছে জরুরি প্রয়োজনে ডায়াল করলে পুলিশের সহযোগিতাসহ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাচ্ছে।  

সূত্র আরও জানায়, মন্ত্রী মোস্তাফা জব্বার বিষয়গুলো তুলে ধরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রী এগুলো বাস্তবায়নের জন্য আইসিটি বিভাগের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।