ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
তেজগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার গ্রেফতার (প্রতীকী ছবি)

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. ইউনুস (৪৫) ও আশরাফুল (২২)।

 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল রশিদ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, অভিযান চালিয়ে বেগুনবাড়ি এলাকা থেকে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন তাদের চুরি করা মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ জানায়, কিছুদিন আগে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৩/৪টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়।  

এরপর গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসজেএ/এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।