ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আড়াইহাজারে জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

নারায়ণগঞ্জ: জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মজিদা বেগম (৬০), সনিয়া (২০), রমিজা বেগম (৬৫), সামিরুণ ( ৫০), বাতেন (৫৫), মাকসুদা (২০), ইমরান (২০), ইতি (১৮), শিখা বেগম (১৮) ও আবুল কালামকে (৫২) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের ৬ শতাংশ জমি নিয়ে আবুল কালাম ও বাতেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গ্রামে কয়েকবার বসে ব্যাপারটি মীমাংসাও করে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে সোমবার ১১টায় উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক ও পরে সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১২জন আহত হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।