ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রামগড়ে অস্ত্রসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
রামগড়ে অস্ত্রসহ আটক ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রেমতলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (১৪ জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।
 
আটকেরা হলেন-সুজন মারমা (২৮) ও আবাই মারমা (৩৩)।

এসময় তাদের কাছ থেকে একে ২২ রাইফেল, দুটি দেশীয় অস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  
 
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের একটি দল মেজর তৌহিদ সালাউদ্দিনের নেতৃত্বে রামগড়ের প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এখনও আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।
 
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।