ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
সিরাজগঞ্জে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাদনপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ নাসির উদ্দিন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়। আটক নাসির উদ্দিনের বাড়ি দাদনপুর এলাকায়।

তিনি হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নাসির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।