যশোর: ডাকাতির প্রস্তুতিকালে যশোরে নয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ, একটি চোরাই ইজিবাইক, দেশি অস্ত্র এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম।
বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের মণিহার মোড়ের একটি রেস্তোরাঁর সামনে থেকে ওই নয় ‘ডাকাত’কে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাগুরা জেলার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের একিন মোল্লার ছেলে বিল্লাল মোল্লা, আব্দুল হক কাজীর ছেলে কাজী তরিকুল, একই উপজেলার সাংড়া তালকরি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শেখ জসিম উদ্দিন, যশোর সদর উপজেলার বিরামপুরের মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুস সালাম ওরফে বিষু, একই গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আরিফুজ্জামান, রামনগর মুড়লি খাঁ পাড়ার আব্দুস সাত্তার গাজীর ছেলে আকবর গাজী, চাঁচড়া ভাতুড়িয়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে মহাসিন আলী ওরফে আলম, বেনাপোল পোর্ট থানার বাগমারী গ্রামের শামছুল হকের ছেলে সাহেব আলী ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মৃত বাদশা গাজীর ছেলে বিল্লাল গাজী।
এদিন রাত ১১টার দিকে যশোর জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের কাজ কখনো চুরি, কখনো ডাকাতি করা। এবার তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন তারা যশোরসহ আশপাশের জেলাগুলোতে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের স্বীকারোক্তিতে বেনাপোল থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করা হয়। যা আটকরা যশোরের মণিরামপুর থেকে চুরি করেছিল। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ইজিবাইকের মালিক বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসএএইচ