ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে জেএমবি সদস্যের ১৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
টাঙ্গাইলে জেএমবি সদস্যের ১৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইলে বেলাল খান রঞ্জু (৩০) নামে এক জেএমবি সদস্যকে ১৫ বছর ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ রায় দেন। বেলাল খান গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খানপাড়া গ্রামের মৃত সজ্জলের ছেলে।

কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৫ সালে বেলাল খান রঞ্জুকে বিপুল সংখ্যক জিহাদী বই ও বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।