ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ডাকাতের হামলায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
সোনারগাঁয়ে ডাকাতের হামলায় নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের হামলায় জাহিদুর রহমান শাহীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে মেঘনা টোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুরের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে।

আহতরা হলেন- সবুজ, অনিক ও রহিম মিয়া। আহতদের মধ্যে রহিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রহিম বাংলানিউজকে জানান, রাতে মাইক্রোবাসে করে ঢাকা ফেরার সময় মেঘনা টোলপ্লাজার সামনে এলে একদল ডাকাত মাইক্রোবাসে হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে জাহিদুর গুরুতর আহত হন। পরে তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এসএম ওবায়েদুল হক বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়েছি মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমাদের একজন উপ-পরিদর্শক (এসআই) যাচ্ছেন সেখানে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।