ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার রংপুর সুগার মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মেহেদি হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।

আটকরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের ছালজার হোসেনের ছেলে হেলাল (২৭), একই উপজেলার পোন্তইর আমবাড়ী গ্রামের জাহান বক্সের ছেলে মাসুদ (২৬), দক্ষিণ শিবপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে সাব্বির হোসেন (২৪) ও সাঘাটা উপজেলার মৃত আফছার উদ্দিনের ছেলে খলিলুর রহমান (৩৮)।

কেএম মেহেদি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সুগার মিলের সামনে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।