ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে ছুরিকাঘাতে দিনমজুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
শ্রীনগরে ছুরিকাঘাতে দিনমজুরের মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ছুরিকাঘাতে আক্কাস আলী (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার হাঁসাড়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে ছুরিকাহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

তিনি শেরপুরের নলিতাবাড়ী উপজেলার রূপ নারায়ণকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের আমজাদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁসাড়া এলাকায় থেকে দিনমজুরের কাজ করছিল।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদউদ্দিন বাংলানিউজকে জানান, রাতে মহাসড়কের পাশে ছুরিকাহত অবস্থায় আক্কাসকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সকালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।