ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিমান বাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
বিমান বাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক বাংলাদেশ বিমান প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ/ছবি: সংগৃহিত

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের সামরিক বিষয়ক চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল এল হাজী বাবাকার ফায়ের নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১০ জানুয়ারি) বিমান বাহিনী সদর দফতরে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতের সময় পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

জাতিসংঘ প্রতিনিধি দলের এ সফর বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।