ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেসরকারি সব শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
বেসরকারি সব শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কমর্সূচি পালন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের বেসরকারি সব শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কমর্সূচি পালন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম।

বুধবার ( ১০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক হাজার শিক্ষকদের নিয়ে এক দফা দাবিতে সংগঠনটি এই কমর্সূচি পালন করছে।

অবস্থান কমর্সূচিতে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম গণি বলেন, একই দাবিতে আমরা আগে এখানে অক্টোবরে আন্দোলন করেছিলাম।

তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো অচিরেই আমাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু এরপর আমরা কোনো সুফল পায়নি।

এমনকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি নিয়ে কোনো ধরনের আলোচনাও হয়নি। সুতরাং আমাদের আন্দোলনকে দমিয়ে দিতে তখন সরকারের পক্ষ থেকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিলো। তাই এবার আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে ঘরে ফিরে যাবো না।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামেরর মহাসচিব মো. আব্দুল খালেক বলেন, সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২৮ হাজার। আর শিক্ষক ও কমর্চারীর সংখ্যা প্রায় ৫ লাখ। আমরা বারবার আন্দোলন করছি, কিন্তু কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের অনেক শিক্ষক বিসিএস পাস করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকতা করছেন কিন্তু সরকারি না হওয়ায় আমরা সব সুযোগ-সুবিধা পাচ্ছি না। তাই শিক্ষক হয়ে আমাদের যদি কষ্টে দিনানিপাত করতে হয় তাহলে আমরা শিক্ষাথীর্দের কি শেখাবো। কাজেই আমাদের দাবি না মানলে সামনে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হবো। তখন কোনো শিক্ষকের কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

অবস্থান কমর্সূচিতে দেশের ৬৪ জেলার শিক্ষক নেতারা উপস্থিত আছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসজে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।