ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দিনগত রাতে উপ‌জেলার বিজয়নগ‌র গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোদাগাড়ীর প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন-ওই গ্রামের ইমরা‌ন আলীর স্ত্রী ফা‌তেমা বেগম (৫৫) ও তার মেয়ে  মহানগ‌রীর রাজপাড়া থানার রায়পাড়া এলাকার লাল্টুর স্ত্রী লিপি খাতুন (২৮)।

গোদাগাড়ীর প্রেমতলী পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পু‌লিশ প‌রির্দশক আব্দুল ল‌তিফ বাংলানিউজকে ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বিজয়নগ‌র গ্রামের ইমরা‌নের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরু‌দ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় দুপুরের মধ্যেই তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।