ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ১৫ কেজি গাঁজা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
মাধবপুরে ১৫ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার শ্রীধরপুর এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী বাংলানিউজকে জানান, ভোরে মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুর রউফসহ বিজিবি সদস্যরা শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করে।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।