ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় সম্পত্তি বিরোধের জেরে নারী খুন, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
চান্দিনায় সম্পত্তি বিরোধের জেরে নারী খুন, আটক ২

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শিল্পী রানী দাস (৩৩) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী রনজিত দাস গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের বাঁশখালি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিল্পী রানী দাস (৩৩)ও আহত রনজিত দাস উপজেলার মহিচাইল ইউনিয়নের বাঁশখালি এলাকার বাসিন্দা।

আটক হওয়া দু'জন হলেন- সমীর দাস ও তার স্ত্রী রূপালী দাস। তারা হতাহতদের আত্মীয়।

স্থানীয় সূত্র জানায়, সম্পত্তির বিরোধের জের ধরে সকালে রনজিতের সঙ্গে তার আত্মীয় সমীরের মারামারির ঘটনা ঘটে। এ সময় সমীর ও তার স্ত্রী রূপালী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রনজিত ও তার স্ত্রী শিল্পীকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই শিল্পীর মৃত্যু হয়। পুলিশ ঘাতক দু'জনকে আটক করেছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।