ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে শীতার্তদের মাঝে খুলনা ডিসির কম্বল বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
মধ্যরাতে শীতার্তদের মাঝে খুলনা ডিসির কম্বল বিতরণ কম্বল বিতরণ করছেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। ছবি: বাংলানিউজ

খুলনা: চলছে হাড় কাঁপানো শীত। ছিন্নমুল মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় মধ্যরাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাতে তিনি খুলনা ‍শিশু হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, রেল স্টেশনসহ মহানগরীর বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

ডিসির আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ।

কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ডিসি নিজেই উপস্থিত হয়ে রোগী, ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি। কম্বল বিতরণ করছেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।  ছবি: বাংলানিউজজেলা প্রশাসক আমিন উল আহসান বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠাণ্ডা। এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ-ব্যাধি। অনেকেই হাসপাতালে আসলেও নেই তাদের শীতের পর্যাপ্ত পোশাক। তাদের ও ছিন্নমুল ১৫০ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

ডিসি জানান, ২০০ কম্বল নিয়ে নামা হয়েছিলো। যাদের শীত তাড়াতে ব্যবস্থা নেই এমন ১৫০ জনকে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূর-ই-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ মো. মঞ্জুর আলম, এনডিসি মো. জাকির হোসেনসহ জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।